মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সালেক (২৯)। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ছাতকের চেচান নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে সুনামগঞ্জগামী মোটর সাইকেলটি সড়কের চেচান এলাকায় পৌঁছলে বিপরিতগামী অজ্ঞাতনামা যানবাহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় মোটরসাইকেল আরোহীর। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহসহ দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সম্মাননা প্রদান

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় পারফরম্যান্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের (এসইডিপি) উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসইডিপির সহকারী পরিচালক ড. নাজমিন আফরোজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো: ফারুক, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আবু জাফর সালেহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহসান, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ জসিম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালযয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেয়া হয়।

মৃত্যুদণ্ড

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম।

দণ্ডিত ব্যক্তি মোহাম্মদ এসকান্দর রাউজান পৌরসভার শাহনগর গ্রামের বাসিন্দা।

মামলার নথি অনুযায়ী, এসকান্দর প্রবাসী ছিলেন এবং ২০১৩ সালে হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার মিনু আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। চার বছর পর দেশে ফেরার পর থেকে তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। এসকান্দর বারবার মিনুর কাছে যৌতুকের টাকা দাবি করতেন এবং একসময় তাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন।

২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের দাবিতে দাম্পত্য কলহের এক পর্যায়ে এসকান্দর স্ত্রী মিনুকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক দোলন বিশ্বাস ২০১৯ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

হত্যাকাণ্ডের পর এসকান্দর বিদেশে পালিয়ে যান। পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারলেও রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।

ইয়াবা জব্দ আটক ১

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরকোল এলাকায় সেনাবাহিনীর একটি পেট্রোল টিম ও সিংড়া থানা পুলিশের যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, যৌথবাহিনীর অভিযান চলাকালীন সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম (৪০)।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রবাসীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী উপজেলার কডিয়ার দিঘির পাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাসির উদ্দিন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি হাটহাজারীর আমানবাজার পশ্চিম এলাকার আকবর সারাং বাড়ির আব্দুল করিমের ছেলে।আগামী আগষ্ট মাসের তিন তারিখ বিদেশ যাওয়ার কথা রয়েছে। একমাত্র পুত্র সন্তান ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কডিয়ার দিঘির পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাসির দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রবাসে ছিলেন। ছুটি কাটাতে সম্প্রতি দেশে ফিরেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান মোহাম্মদ হোসেন। তিনি বলেন, “ মোটরসাইকেল দুর্ঘটনায় একজন প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

বৃক্ষরোপণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে সততা সংঘ গঠন, সততা স্টোর উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পাকুন্দিয়া ও সভাপতি, ম্যানেজিং কমিটি, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসতেহাদ আহমেদ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয়। ওমর ফারুক ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । মোহাম্মদ শারফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার। তরিকুল হাসান শাহীন, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

লাশ উদ্ধার

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার সদর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিকে খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখানো সনাক্ত করা সম্ভব হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষাসামগ্রী বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডের উপজেলা সংলগ্ন ইসলাহুল উম্মাহ মাদরাসার এক হলরুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান, দাউদকান্দি উপজেলা ইনকিলাব প্রতিনিধি সেলিম আহমেদ এবং দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌফিক উল ইসলাম।

পুলিশ সদস্য নিহত

জামালপুর সংবাদদাতা : জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। জামালপুর সদর উপজেলার নুরুন্দী আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

জানা যায়, ওই দিন বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে জামালপুর শহরের উদ্দেশ্য বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। এসময় তিনি নুরিন্দী আড়ালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ আবিদ হাসানের লাশ উদ্ধার করে। তবে ইজিবাইকের চালক পালিয়ে যায়।

সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল হোসাইন। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন একতা বাজার ঈদগাঁহ সফিকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হাসান মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের প্রচার সম্পাদক ইফতেখার উদ্দিন মেশকাত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।

যুবকের লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে সানি (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আল্লারদর্গা বাজারে নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ের সামনে মকলেচের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক মথুরাপুর স্কুল বাজার এলাকার জাহের মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবক সানি আল্লারদর্গা বাজারে মকলেচ এর বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে থাকতো। তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদের সাথে সে গান-বাজনা করে জীবীকা নির্বাহ করতো। হিজড়াদের সাথে থাকার কারনে বাড়ি থেকে তাকে বের করে দেয় তার বাবা। পরে সে তার এক বন্ধুকে সাথে নিয়ে ওই বাড়িতে রুম ভাড়া নিযে বসবাস করতো। বুধবার রাতে রুমের দরজা আটকানো দেখে সানির বন্ধু দরজা খুলতে বললে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারনে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

২ ভুয়া পুলিশ গ্রেফতার

খুলনা ব্যুরো : খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। কেএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতাররা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা থানার নিজগ্রামের মো. ইকবাল হোসেন ছেলে শাহেদ হোসেন (৩৩) এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রায়পুরের মৃত তৈয়ব আলীর ছেলে জনি চৌধুরী (৪১)। বর্তমানে শাহেদ হোসেন নগরীর গগন বাবু রোডের একটি বাসায় থাকেন। এদিকে জনি চৌধুরী খালিশপুরের ওয়্যারলেস ক্রস রোড নেভী গেট বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহেদ হোসেন ও জনি চৌধুরী নামের দুই ভুয়া পুলিশকে গ্রেফতার করেন। তাদের কাছে ১টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে খুলনা শহরসহ আশপাশের এলাকার বিভিন্ন মানুষদের ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতো। তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা নং-৩৬ দায়ের করা হয়ে।

শিক্ষার্থীরা রাজপথে

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : গত বছরও ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন স্কুল, এবতেদায়ী শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এক সাথে। পাশাপাশি বসে। কয়েক দিন আগে কোন কারন ছাড়াই বর্তমান সরকারের শিক্ষা বিভাগ থেকে একটি পরিপত্র জারী করে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহন বন্ধ করে দিয়েছে। এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ফুসে উঠেছে ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজ।ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি পেশ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এস্যোসিয়েশন।

পূর্বেই ঘোষণা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে মানবনধন অনুষ্ঠিত হবে। বৃত্তি বঞ্চিত শিক্ষার্থী এবং অভিভাবকদের মানববন্ধনে অংশগ্রহনের জন্য বলা হয়। সকাল ১০ টার আগেই ভেড়ামারা প্রেসক্লাবের সামনে থেকে আশেপাশের সড়ক গুলোতে কয়েক হাজার শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরা অবস্থান নেয়। তাদের হাতে ফেসটুন, প্লকার্ড শোভা পাচ্ছিল। বিভিন্ন বিদ্যালয় তাদের ব্যানার নিয়ে মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এস্যোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের শিক্ষা সচিব আলহাজ্ব হাসানুজ্জামান খসরু।