সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও তার ছেলের বিরুদ্ধে ৪০টি শিল্প-কারখানা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান। গতকাল বুধবার ৩০ জুলাই ২০২৫ বিকেলে মেঘনা নিউটাউন এলাকায় তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

যুবদল নেতা আশরাফ প্রধানের সংবাদ সম্মেলন থেকে জানা যায়, শিল্প-কারখানা দখলবাজি, ঠিকাদারী, দোকানে চাঁদাবাজি, চোরাই তেলের ব্যবসা, মেঘনা নদীতে ভয়াবহ নৌ চাঁদাবাজিসহ বিএনপির গ্রুপিং দ্বন্দ্বের ভয়ঙ্কর সব সব তথ্য উপাত্ত। যা রীতিমত বিএনপির চাঁদাবাজি আর দখলবাজির মহৎসব চলছে বলে আখ্যায়িত করেন উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ।

গত মঙ্গলবার কয়েকটি পত্রিকায় “সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজি” শিরোনামে নিউজ হয়। তার প্রতিবাদে বুধবার সকাল ১০টায় মেঘনা নিউ টাউনে তার নিজ কার্যালয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন।

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, এ দেশের মানুষ গণ্যমাধ্যমে প্রচারিত খবরের মাধ্যমে প্রমাণ পেয়েছেন এ এলাকায় কারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, চোরাই তেলের ব্যবসা, নৌ চাঁদাবাজী ও সন্ত্রাসী কাজ করে। উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে ইঙ্গিত করে বলেন, এখানকার এমপি পদপ্রার্থী পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের সাথে হাত মিলিয়ে তার ভাই-ভাতিজারা ৫ আগস্টের পর থেকেই শুরু করেন নৌ-চাঁদাবাজী ও ডাকাতি। গত কয়েকদিন আগেও ৬ জন নৌ চাঁদাবাজ হিসেবে নৌ পুলিশের হাতে ধরা খাইছে। গত দুইদিন আগেও ৩ জন ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে। তাদের মুখেই তারা স্বীকার করেছে। এই ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ও তার ছেলে এই মেঘনা শিল্পনগরী এলাকার ৩৮টি শিল্প-কারখানা দখল করে চাঁদাবাজি করছেন। মেঘনা গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপসহ আরো অনেক কারখানা এই পরিবার দখল করেছে। এছাড়াও রফিকুল ইসলাম বিডিয়ার হুলসিম, জয়নাল মেম্বার দখল করছে ক্যামিকেল, তমিজউদ্দিন একটা মিল দখল করছে।

আর আজহারুল ইসলাম মান্নান এর ভাই ভাতিজা আলআমিন ও মাসুদ চোরাই তেলের ব্যবসা এবং ফুটপাত থেকে প্রতিদিনের চাঁন্দা কালেকশন করেন। তার ছেলে সজিব নৌ-চাঁদাবাজী নিয়ন্ত্রণ ও বিভিন্ন কোম্পানির ঠিকাদারদের থেকে ৮০ হাজার থেকে দেড়লাখ টাকা চাঁন্দা কালেকশন করেন। নজরুল ও শরীফ কন্টাক্টর এর ভুক্তভোগী।

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, ৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে ছাত্রদল থেকে যুবদলে যুক্ত রয়েছি। গতকাল ২৯ জুলাই একটি কুচক্রী মহল আমার ও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি চ্যালেঞ্জ করছি আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি কেউ একটিও প্রমান করতে পারে তাহলে এর দায় আমরা মাথা পেতে নেব।