যশোর সংবাদদাতা : যশোরে গলায় ফাঁস দিয়ে আসফিক রিয়ান অন্তিক (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত আসফিক রিয়ান অন্তিক যশোর জেলা স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। তার পিতা আব্দুর রহমান যশোর শহরের খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা।
জানা গেছে, শনিবার স্কুল থেকে ফিরে আসফিক অজ্ঞাত কারণে নিজ শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বিস্ময় ও গভীর শোক প্রকাশ করেছেন।
ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে শিশুটির পিতা আব্দুর রহমান এ ঘটনায় শোকাহত অবস্থায় কোনো মন্তব্য করতে পারেননি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জানান, ঘটনাটি দুঃখজনক। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হলেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।