আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘির মালশন সততা ক্লাবের উদোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে মালশন গ্রামস্থ সততা ক্লাবের সভাপতি জেমস্ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আরমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সান্তাহার ফাঁড়ির টিএসআই বকুল হোসেন, সাংবাদিক সাগর খান, তরিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা নুরুল ইসলাম বাচ্চু, ফজলুর রহমান, মুক্তার হোসেন, আব্দুস ছামাদ, তুহিন ইসলাম, যুবদল নেতা জাকিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মানিক হোসেন, ছাত্রদল নেতা ইয়াশ হোসেন, ফাহ বিন রফিক প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
গ্রাম-গঞ্জ-শহর
সততা ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
আদমদীঘির মালশন সততা ক্লাবের উদোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে মালশন গ্রামস্থ সততা ক্লাবের
Printed Edition
