নার্সদের ওপর বৈষম্য, চাঁদাবাজি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ করেছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়।
সংগঠনের সভাপতি ও বিএনপির সহ সম্পাদক জাহানারা সিদ্দিকী লিখিত বক্তব্যে এসব অনিয়মের জন্য আওয়ামীপন্থী একদল নার্স নেতাকে দায়ী করেন। সাংবাদিক সম্মেলনে ন্যাব জানায়, মহামারি থেকে শুরু করে প্রতিদিনের স্বাস্থ্যসেবায় নার্সরা সামনের সারিতে কাজ করলেও তারা আজও অবমূল্যায়ন, বৈষম্য এবং নানা প্রতিকূলতার মুখোমুখি। এর মধ্যে আবার কিছু ব্যক্তি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ব্যবহার করে বদলি-বাণিজ্য, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং ভয়ভীতি ছড়াচ্ছে। সংগঠনের দাবি, বিএনপির ইমেজ নষ্ট করতে কয়েকজন বিতর্কিত নার্স জিয়াউর রহমানের ছবি ব্যবহার করে ব্যানার-পোস্টার ছাপিয়েছে, যার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
লিখিত বক্তব্যে বলা হয়, স্বাধীনতার পর ১৯৭৭ সালে নার্সিং প্রশাসনকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আলাদা করে ‘সেবা পরিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়, যা নার্সিং পেশার ইতিহাসে উল্লেখযোগ্য মাইলফলক। ন্যাবের দাবি, নার্সিং প্রশাসন এখনও পৃথকভাবেই চলছে এবং একীভূত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ন্যাব অভিযোগ করে জানায়, আগামী ২২ নভেম্বর প্রেসক্লাবের সামনে আওয়ামীপন্থী নার্সদের একাংশ মহাসমাবেশ ডাকছে এবং এতে অংশ না নিলে সাধারণ নার্সদের বদলির ভয় দেখানো হচ্ছে। গত ১৫ নভেম্বর ঢাকা নার্সিং কলেজের এক বৈঠকে এক নার্স নেতা অশোভন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও তুলে ধরে ন্যাব। সংগঠনটি জানায়, বিগত বছরগুলোতে বদলি, পদোন্নতি, নিয়োগ ও মামলা মোকাবিলার নামে সাধারণ নার্সদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে।