কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা। এ সময় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় সাংবাদিকরা। এ কর্মসূচীতে গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আহত সাংবাদিক কালেরকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহম্মেদ, সমীর রায় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।