বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিএমপি জানায়, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা আসাদ হত্যা মামলায় নাসির উদ্দীনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। এ মামলায় তাঁকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হলেও বিস্তারিত জানায়নি পুলিশ। রাত আটটার দিকে এক খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।