নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে আরাফাত নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১১ জানুয়ারি দুপুরে উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে এ হৃদয় বিধারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগাতী গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র আব্দুল আলী মুন্সীর বাড়ির সামনে পুকুর পাড়ে একটি নারিকেল গাছ কাটছিলেন। এসময় অসাবধানতাবশত একই বংশীয় আমিনুল ইসলামের পুত্র আরাফাত ওই গাছের নীচে চাপা পড়ে।
তাৎক্ষণিকভাবে আব্দুল মুন্সি গাছের নীচে চাপা পড়ে থাকা আহত শিশু আরাফাতকে বের করে হাসপাতালে না নিয়ে পুকুরের পাড় সংলগ্ন ক্ষেতের মধ্যে ফেলে রেখে বাড়িতে চলে যায়।
এ অমানবিক বিষয়টি দেখে ফেলে আরাফাতের চাচাতো ভাই রিয়াদ হোসেন। এসময় রিয়াদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে শিশু আরাফাতকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে আরাফাত মারা যায়।