মানবতার সেবায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাঘারপাড়ার আল হেলাল ট্রাস্ট। সোমবার (১০নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা প্রদান করা হয়।
এই ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। আমরা ওয়েলফেয়ার পলিটিক্সে আস্থাশীল। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, তিনি নির্বাচিত হলে বাঘারপাড়ার স্বাস্থ্যখাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগণের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি বলেন, সেবা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে আমরা একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।
ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। রোগীদের বিভিন্ন অসুস্থতা অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় অধ্যাপক গোলাম রসুলের তত্ত্বাবধানে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব বেলাল হুসাইন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আব্দুল জব্বার, এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার নাসির হায়দার।
এই মেডিকেল ক্যাম্প যৌথভাবে আয়োজন করে কাইন্ড ভিশন যশোর ও আল হেলাল ট্রাস্ট বাঘারপাড়া। পুরো কার্যক্রমটি এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সকাল থেকেই চিকিৎসা নিতে ভিড় করেন নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনেক রোগী জানান, দীর্ঘদিন পর তারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আনন্দিত।
অধ্যাপক গোলাম রসুল বলেন, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্টে অংশ নেওয়া। আমি বিশ্বাস করি, সেবাই সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন যেন আমরা মানুষের কল্যাণে নিবেদিত থাকতে পারি।
তিনি আরও বলেন, যদি যশোর-৪ আসনের জনগণ তাকে নির্বাচিত করেন, তাহলে বাঘারপাড়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থা আধুনিকীকরণের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসেবা ক্লিনিক এবং স্বল্পমূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ গ্রহণ করবেন।
এ ধরনের সেবামূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, রাজনীতিবিদরা যদি এমন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, তবে সমাজ আরও উন্নত ও কল্যাণমুখী হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক গোলাম রসুল, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবার সঙ্গে যুক্ত। দিনশেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে বাঘারপাড়ার প্রত্যন্ত এলাকার জনগণ সহজেই চিকিৎসাসেবা পেতে পারেন।