শৈলকুপা (ঝিনাইদ) সংবাদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২নং নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি সচিব হাফিজুর রহমানকে অপহরণের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। এই ঘটনায় দীর্ঘ দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হাটফাজিলপুর ক্যাম্প পুলিশ তালা ভেঙে পরিষদ থেকে ১৫ জনকে উদ্ধার করেছে। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিএফ কার্ডকে কেন্দ্র করে বিএনপি নেতারা নিত্যানন্দপুর ইউপি ভবনে প্রবেশ করে সচিব হাফিজুর রহমানকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। অপহরণকারীরা পরিষদ ভবনের গেটে তালা মেরে দেওয়ায় ভেতরে গ্রাম পুলিশ, উদ্যোক্তা এবং সাধারণ জনগণসহ মোট ১৫ জন আটকা পড়ে কার্যত অচল হয়ে যায় পুরো কার্যালয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাটফাজিলপুর ক্যাম্প পুলিশ। তারা দীর্ঘ চেষ্টার পর পরিষদের তালা ভেঙে ভেতরে আটকা পড়া ১৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। এই অপহরণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ ৬ জনকে শৈলকুপা উপজেলা পরিষদ থেকে আটক করে সেনাবাহিনী। অপহৃত ইউনিয়ন পরিষদ সচিব হাফিজুর রহমানকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন: রঘুনন্দপুর গ্রামের মহিদুল ইসলাম (পিতা: মৃত ছবেদ আলি বিশ্বাস), শাহিন জোয়ার্দার (পিতা: মৃত শাহাদত জোয়ার্দার), আসাদুর (পিতা: রমজান আলী), ফিরোজ (পিতা: আবুল হোসেন), শেখরা গ্রামের দিয়ানত (পিতা: আরব আলী) এবং ব্যাসপুর গ্রামের আবু হাশেম (পিতা: গোলাম মোস্তফা)।