নড়াইল সংবাদদাতা : জুলাই সনদ বাস্তবায়নসহ ৫দফা দাবিতে জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সারসহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর আদালত সড়কে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করা, পতিত স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যবস্থা করতে হবে।
পঞ্চগড়
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা সহ গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলামসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: ইকবাল হোসাইন।
নোয়াখালী
১২ অক্টোবর (রোববার), জুলাই জাতীয় সনদ এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা। বিক্ষোভ মিছিল পূর্বক বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থায় নেয়। এসময় উপস্থিত নেতা-কর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
৫ দফা দাবিতে উল্লেখ করেন, জুলাই জাতীত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য উচ্চ কক্ষ এবং নি¤œ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
স্মারকলিপি পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নোয়াখালী-৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী-২ মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী-৩ মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী-১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী-৫ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী-৬ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমীর মাওলানা ইউসুফ।
রংপুর
জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে আয়োজনের দাবিতে গতকাল ১২ই অক্টোবর রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠ সংলগ্ন জুলাই চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামর রংপুর জেলা আমীর, রংপুর-৫ মিঠাপুকুর নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ পুর্ব এবং পরবর্তি সমাবেশে বক্তাগন বলেন, নির্বাচনের আগেই বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গনহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের সহায়তায় ১৫ বছর ধরে জাতির উপর জুলুম-নির্যাতন এবং দেশের সম্পদ লুট আর মানুষ খুন করেছে। এজন্য একই সাথে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশের র্স্বাথে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ
জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বড়ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, পিআর পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি জানায়। মিছিলে দাঁড়িপাল্লাসহ নির্বাচনি সংস্কার সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে জামায়াতের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আব্দুস সামাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মিছিলে অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, পিআর পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি জানায়। মিছিলে দাঁড়িপাল্লাসহ নির্বাচনি সংস্কারের পাশাপাশি বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মুন্সীগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা রবিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।
স্মারকলিপি প্রদানের আয়োজন স্মারকলিপি প্রদান করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আ. জ. ম. রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেকসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখ্য, স্মারকলিপি প্রদানের পূর্বে মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে থেকে মিছিল করা হয়।
জামালপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর -০১ (বকশীগঞ্জ -দেওয়ানগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী জুলাই সনদ কে কার্যকরী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নবেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনমত নিতে দাাবি জানিয়ে জুলাই সনদের আওতায় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি গত ১১ অক্টোবর শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দড়িপাড়া নান্টুর মোড়ে এক গনসমাবেশে এ দাবি জানান। জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে এ গনসমাবেশে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের অর্থ বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, বকশীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন, বকশীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জামায়াত নেতা হাজী রাসেল মাহমুদ, এডভোকেট ইলিয়াস হোসাইন, আব্দুল মুকিত, রাশেদুল ইসলাম রাশেদী, আশরাফুল হক হোসাইন আহমদ প্রমুখ বক্তৃতা করেন। তিনি রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের ১৪ মাস পর জুলাই সনদে সকল রাজনৈতিক দলের ঐকমত্য প্রকাশ করায় সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন এখনো জুলাই সনদের গণভোটের সময়কাল নিয়ে মতানৈক্য দেশবাসীকে ব্যথিত করছে। জুলাই আমাদের ইতিহাস , জুলাই আমাদের স্বাধীনতা, জুলাই আমাদের গণতন্ত্রের চেতনা।