সুনামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের মাইজবাড়ী পশ্চিম পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২৭ অক্টোবর) বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামসউদদীন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুন, নায়েবে আমীর আজিজুল হক মাসুক, শ্রমিককল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মোঃ জসিম উদ্দিন, জামায়াত নেতা ডা. আমীর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য গত ২২ অক্টোবর মাইজবাড়ী পশ্চিম পাড়ার মোবারক মিয়া ও আব্বাস মিয়ার বাড়িতে সিলিন্ডার থেকে আগুন লাগে। এতে বসতঘর, নগদ টাকা, ধান, আসবাবপত্রসহ কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।