মাদারীপুরের কালকিনিতে বিয়েবাড়ি থেকে নিখোঁজ হয় প্রবাসী নাসির মৃধার ৮ বছরের শিশু নাছিমা। ৯দিন পার হলেও সন্ধান মেলেনি তার। থানায় ডায়েরী করেও মেলেনি কোন সমাধান। আদরের সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পরেছে বাবা-মা।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত (১৪ জুন) রাতে কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের সৌদি আরব প্রবাসী নাসির মৃধার মেয়ে ৮ বছরের শিশু নাছিমা আক্তার প্রতিবেশি শিপন বেপারীর গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। সেখানে সবাই বিয়ের আনন্দে মেতেছিল। রাত ১১ টার দিকে নাছিমার পরিবার নাছিমাকে অনেকক্ষণ আসেপাশে না দেখে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করে কোথাও নাছিমাকে পাওয়া যায়নি। পরে সকালে কালকিনি থানায় সাধারণ ডায়েরি করে নাসিমার পরিবার। পুলিশ ও পরিবারের লোকজন গত ৯ দিনেও নাছিমার কোন খোঁজ পায়নি।

নাছিমার খালা সাবিনা বেগম বলেন, গায়ের হলুদের অনুষ্ঠান থেকে আমার ভাগিনিকে কে বা কারা নিয়ে গেছে আমরা কিছ্ইু জানিনা। নাছিমা কি বেঁচেআছে না কি মরে গেছে তাও জানিনা। আমরা দ্রুত আমাদের আদরের মেয়ে নাছিমাকে ফেরত চাই। আমরা জানতে চাই নাছিমার সাথে কি ঘটেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, নাছিমার নিখোঁজের ব্যাপারে এখনও কোন খোজ পাওয়া যায়নি। তবে নাছিমাকে খুঁজে পরিবারের কাছে দেয়ার জন্য পুলিশ কাজ করছে।