শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : দলীয় কোন্দলের জেরে নেতাকর্মীদের ওপর নৃশংসভাবে হামলা ও “ফ্যাসিস্টের দোসর” বলে অপবাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি।
সম্প্রতি শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবির, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছামিউল ইমাম আযম মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা টুটুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাসুদ শাহরিওয়ার, সদর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদ হোসেন, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হোসেন, হেলাল হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহিদ, শ্যামনগর সদর জাসাসের সদস্য সচিব আল আজিম আহমেদ, জুলাইযোদ্ধা আরমান মজুমদার প্রমুখ।