চাঁপাইনবাবগঞ্জে নিম্নআয়ের মানুষদের জন্য চলমান ওএমএস’র মাধ্যমে চাল-আটা বিক্রি কার্যক্রমের ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দরিদ্র এলাকাবাসীর আয়োজনে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, চাহিদার বিপরীতে অপ্রতুল ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এতে নিম্নআয়ের পরিবার আটা আর চাল পাচ্ছে না। ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিম্নআয়ের ও এই এলাকায় প্রচুর ঘনবসতি। এর আগে দীর্ঘদিন ধরে ৪ জন ডিলার মসজিদপাড়া, মিস্ত্রীপাড়া, ফকিরপাড়া, কলোনীপাড়া, পিটিআই বস্তি ও বালুবাগান এলাকায় ওএমএসের চাল-আটা বিতরণ করেছিল। পরবর্তীতে লটারির মাধ্যমে একজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে অনেক গরীব অসহায় পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত। সরকারের প্রতি দৃষ্টি দ্রুত ডিলার পয়েন্ট বৃদ্ধি করা হউক। মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই ডিলার নিয়োগ করা হয়েছে। তবে কোন্ এলাকার জনসংখ্যা বেশি হলে বা চাহিদা বেশি থাকলে তারা বিষয়টি জানালে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় যদি নির্দেশনা দেয়, সেক্ষেত্রে ডিলার নিয়োগ করা যেতে পারে।