শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা : খুলনা শিল্পাঞ্চলের বন্ধকৃত বেসরকারি জুট মিল মহসেন, সোনালী, এ্যযাক্স, আফিল, জুট স্পিনার ও হুগলি বিস্কুট কোম্পানির ছাঁটাইকৃত শ্রমিক কর্মচারীদের গ্রাইচুটি, পিএফসহ যাবতীয় পাওনা পরিশোধ ও ফ্যাসিবাদী সরকারের দোসর মালিকদের শাস্তিসহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের গত মঙ্গলবার সকাল ১১টা থেকে অনশনশ কর্মসূচি শুরু করে শ্রমিকরা। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ও ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাস্টার শফিকুল ইসলাম। বেলা ১ টার সময় অনশনরত শ্রমিক কর্মচারীদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান এ্যযাক্স জুট মিলের মালিক আ: মান্নান তালুকদার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাস্টার শফিকুল ইসলাম। শ্রমিকদের জুস পান করিয়ে অনশন কর্মসূচিতে ভাঙ্গান এ্যাযাক্স জুট মিলের মালিক আ: মান্নান তালুকদার। কর্মসূচি চলাকালে এক বক্তব্যে তিনি বলেন, আমি বিনা দোষে প্রায় ৭ বছর কারা ভোগ করেছি। তিনি আগামী ঈদুল আযহার পূর্বে এ্যাযাক্স মিলের শ্রমিক কর্মচারীদের পাওনার একটি অংশ পরিশোধ এবং এই চলতি ২৫ সালের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার প্রতিশ্রতি দেন। অনশন শেষে শ্রমিক নেতৃবৃন্দ ও এ্যযাক্স জুট মিলের মালিক আব্দুল মান্নান, খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেডারেশনের সহ-সভাপতি আমজাদ হোসেন, আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতব্বর, ওদুদ হোসেন, মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
খুলনায় বেসরকারি জুট মিল শ্রমিকদের সকল পাওনা ঈদের পূর্বে পরিশোধের দাবিতে অনশন
খুলনা শিল্পাঞ্চলের বন্ধকৃত বেসরকারি জুট মিল মহসেন, সোনালী, এ্যযাক্স, আফিল, জুট স্পিনার ও হুগলি বিস্কুট কোম্পানির ছাঁটাইকৃত শ্রমিক কর্মচারীদের গ্রাইচুটি, পিএফসহ যাবতীয় পাওনা পরিশোধ ও ফ্যাসিবাদী সরকারের দোসর মালিকদের শাস্তিসহ ৬ দফা দাবি