গতকাল জুমাবার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের দুইটি অসহায় পরিবার কে দেখতে আসেন এবং তাদের খোঁজ খবর নেন সাবেক জেলা আমীর গোবিন্দগঞ্জের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা জামায়াতের আমির সেক্রেটারি ও অনান্য নেতৃবৃন্দ। পরিবার দুটি হলো
১. মোঃ আয়েন উদ্দিন, পিতা: মৃত আজগর আলী, গ্রাম: মান্না গ্রাম, ইউনিয়ন: সাপমারা ।
২. শ্রী রাম গদ, পিতা: দল সিং চৌধুরী, গ্রাম: সাহেবগঞ্জ, ইউনিয়ন: সাপমারা। পরিদর্শন শেষে দেখতে পান পরিবার দুটির ঘর বসবাসের অনুপযোগী। বাড়ির মালিককে ডা. আব্দুর রহিম সরকার এককালীন আর্থিক সাহায্য প্রদান করেন এবং সাত দিনের মধ্যে তাদের নতুন ঘর নির্মাণ করে দেয়ার জন্য স্থানীয় সংগঠন কে নির্দেশ দেন। এ সময় ডা. আব্দুর রহিম সরকারের সঙ্গে ছিলেন জনাব মাস্টার আবুল হোসেন সরকার আমীর গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, জনাব আশরাফুল ইসলাম রাজু- সহকারী সেক্রেটারী গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এবং সাপমারা ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।