গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার (২৫ মার্চ ) শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আরবান প্রোগ্রামের সহযোগিতায় যুব ও শিশু ফোরাম এই সংলাপের আয়োজন করে। এতে শিশু ও যুবরা বাল্যবিবাহ, শিশুশ্রম ও পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা তুলে ধরেন এবং শিশু সুরক্ষায় কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা, যুব উন্নয়ন উপপরিচালক মোঃ হারুন অর রশিদ, জেলা সমাজসেবা উপপরিচালক এসএম আনোয়ারুল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার যোয়ান্না ডি রোজারিও, ফিল্ড অপারেশনস ডিরেক্টর লিমা হান্না দারিংসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার যোয়ান্না ডি রোজারিও বলেন, “শিশুদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশু নির্যাতন রোধে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ওয়াহিদ হোসেন বলেন, “সংলাপ থেকে পাওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, “শিশু ও যুবদের এমন উদ্যোগ প্রশংসনীয়। বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে জন্মনিবন্ধন যাচাই করা জরুরি। পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করা প্রয়োজন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে আরও বড় পরিসরে এই কর্মসূচি নেওয়ার আহ্বান জানাই।

সংলাপ শেষে শিশুরা জেলা প্রশাসকের কাছে শিশু সুরক্ষা বিষয়ক স্মারকলিপি পেশ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু ফোরামের সভাপতি সাদিয়া জাহান সুবর্ণা ও যুব ফোরামের সভাপতি আকরাম হোসেন।