সিলেট ব্যুরো: জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।

পৌর পার্কে হাজারো মানুষের উপস্থিতিতে গণমিছিলের পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় স্বতঃস্ফূর্ত জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুর রব, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন সেক্রেটারি মিসবাউল হাসান, কমলগঞ্জ উপজেলা আমীর মোঃ মাসুক মিয়া সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল প্রমুখ।

সুনামগঞ্জ : জুলাই বিপ্লব উপলক্ষে সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে মিছিল শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শেষে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন-এর সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলেমান চৌধুরী ও মাওলানা মিজানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দিন, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম প্রমুখ।

নাটোর : নাটোরে ২৪ এর গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী। নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম বলেন বাংলাদেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা ‘প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও এই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেব না।’ শহরের মাদরাসা মোড়ে গণমিছিল পূর্ব উত্তর সমাবেশে এ কথা বলেন। উক্ত সমাবেশ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যপক ড. মীর নুরুল ইসলাম বলেন বাংলাদেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা ‘প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও এই দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না।’

পঞ্চগড়: গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় ব্যারিস্টার বাজার থেকে জেলা জামায়াতের আয়োজনে একটি বিশাল গণমিছিল বের করা হয়। এতে পঞ্চগড় জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পৌরসভা জামায়াতের সেক্রেটারি অ্যাড: নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার কান্ডারী পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা আমীর

অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন। আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, পঞ্চগড় সদর আমীর সফিউল আলম, পৌরসভা আমীর মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

ঠাকুরগাঁও : জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গণমিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। জেলা জামায়াত কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের করা হয়।

পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করেন নেতাকর্মীরা। জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণহত্যাকারি শেখ হাসিনা ও তার দোষরদের দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। দল হিসাবে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ৩৬শে জুলাই (৫ই আগষ্ট) গণঅভ্যুত্থানের মাধ্যমে ফাতেহ গণভবনের বর্ষপূর্তি জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জ পৌরসভার কৃষি ব্যাংক এলাকা থেকে বের হয় পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে আবার কৃষি ব্যাংক চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির নেতৃত্ব দান করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন মুন্সিগঞ্জ কলেজ শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ মুজাহিদ শিবির নেতা সরোয়ার প্রমুখ। র‌্যালিতে বৃষ্টি উপেক্ষা করে ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

বগুড়া : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

ছত্রিশে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়েছি মিছিলটি শহরের জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজার হাজার নেতাকর্মি ও সাধারণ জনতা অংশগ্রহন করে। গণমিছিলের পূর্বে শহীদ খোকন পার্কে শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা গোলাম রব্বানী।

নীলফামারী : গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা শাখার আয়োজনে “জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ” শীর্ষক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি জলঢাকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বরে (ট্রাফিক মোড়) এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ওবায়দুল্লাহ সালাফী, জেলা শাখার সাবেক সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামান, সাবেক সভাপতি রঞ্জু ইসলাম ও সাব্বির আহমেদ।

সাতক্ষীরা : জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীলায় জামায়াতের উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়। গত ৫ আগস্ট শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় হয়ে বড়বাজার সড়কের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে ১৫ মিনিট পর মিছিলটির শেষ প্রান্তের সাথে মিশে যায়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ এ মিছিলে অংশ নেয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক মিছিলটির নের্তৃত্ব দেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহ:অধ্যাপক ওমর ফারুখ, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, অধ্যাক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুর জামায়াতে ইসলামী উদ্যোগে ৩৬ শে জুলাইয়ের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল সাড়ে ৫টার সময় মেহেরপুর জেলা মডেল মসজিদের সামনে থেকে বিশাল গণমিছিলের অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গণমিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর-মুজিবনগর ১ আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহমুদ আব্দুস সালাম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের সভাপতি কামরুজ্জামান (নাহিদ)।

কালিয়া : নড়াইল জেলার কালিয়া উপজেলায় কালিয়া পৌরসভার ওয়ালটনের মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শাখার উদ্যোগে এক মহাসমাবেশের আয়োজন করা হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট ছাত্র নেতা সাবেক নয়ন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাত মনোনীত নড়াইল ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ কায়সার সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন। নেতারা ৫ই আগস্টের তাৎপর্য তুলে ধরেন বক্তব্য শেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালিয়া বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করেন। মিছিলটিতে কালিয়ার ইতিহাসে জামায়াতে ইসলামের সর্বোচ্চ জনশক্তি হাজির হয়। মিছিলটি জামায়াতে ইসলামীর উপজেলা অফিসের সামনে এসে শেষ হয়। জেলা সেক্রেটারি দোয়া পাঠের মাধ্যমে মিছিল এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ (জামালপুর) : গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আয়েজনে গণমিছিলের আয়েজন করা হয় উক্ত গন- মিছিলে কয়েকহাজার সমর্থক ও নেতা কর্মিদের সমাগম গঠে মিছিলটি দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা থেকে শুরু হয়ে বেলতলি বাজার রেল গেটে পথসভা করে শেষ করেন।

উক্ত গণমিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন জামালপুর ১ এর গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক এডভোকেট ছামিউল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজি আতিকুর রহমান, এ্যাসিটেন্ট সেক্রেটারি আলহাজ্ব ঈসমাইল হোসেন, পৌর আমীর হাফেজ আতিকুর রহমান ও বিভিন্ন ইউনিয়ন থেকে সভাপতিমন্ডলি সমার্থক ও নেতা কর্মীরা।

উক্ত গণমিছিলের প্রধান অতিথি বক্তব্য নাজমুল হক সাঈদ বলেন, নতুন স্বাধীনতার এক বছর পূর্তিহলেও এখনো খুনি হাছিনার বিচার কার্য সম্পূর্ণ হয়নি।

ডিমলা (নীলফামারী) : নীলফামারী ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ কর্মসূচিতে পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের যথাযথ স্বীকৃতি ও বিচার, রাষ্ট্র সংস্কারসহ নানা জাতীয় দাবি তুলে ধরা হয়।

মিছিলটি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে এক বিশাল জনসভায় পরিণত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো জামায়াতপ্রেমী নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা জাহেদুল ইসলাম।

ফুলপুর (ময়মনসিংহ) : গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপনে ফুলপুরে জামায়াতে ইসলামীর বিশাল গণ মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহা নগর সহ সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, সাবেক আমীর মাহবুবুর রহমান মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম কিবরিয়া, জামায়াত নেতা আতিকুর রহমান, আজিজুর রহমান, খায়রুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ নেতৃত্বে গণমিছিলের আয়োজন করা হয়েছে। ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী মাফিয়া সরকারের পতনের ১ম বার্ষিকী পালন উপলক্ষে এই গণমিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার আছরের নামাজ শেষে উপজেলা পরিষদ সামনে থেকে শুরু হয়ে মিছিলটি আলেকজান্ডার বাজার প্রদক্ষিণ শেষে রহমানিয়া জামে মসজিদ মিলনায়তনে এক সমাবেশের অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি রামগতি কমলনগর সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এ আর হাফিজ উল্লাহ।

বাগাতিপাড়া (নাটোর) : “জুলাই জাগরণ, নব উদ্যোমে বিনির্মাণ” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগাতিপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট হতে এক বিশাল গণ মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে আবার মালঞ্চি বাজারের পূর্ব পাশ্বে এসে শেষ হয়।

পরে ওই স্থানেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া থানা নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় ও আমীর মাওলানা একেএম আফজাল হোসেনএর সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

তিতাস (কুমিল্লা) : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘৩৬ শে জুলাই ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার ফ্যাসিবাদের কবল থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করে, বিজয়ের প্রথম বার্ষিকীতে কুমিল্লার তিতাসে জামায়াতে ইসলামীর গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট)বিকাল ৫টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিশাল বিজয় র‌্যালি বের হয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজার গিয়ে পথসভায় মিলিত হয়।

চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে চান্দিনা মোকামবাড়ী থেকে মিছিলটি শুরু হয়ে চান্দিনা বাজার, থানা ও উপজেলা হয়ে চান্দিনা বাস স্টেশনে এসে শেষ হয় সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল মোড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে শহরের প্রধান সড়কে গণমিছিলে অংশ নেন দলটির উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা। উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পাট মহল মোড়ে গিয়ে শেষ হয়।

ফটিকছড়ি : জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত গণমিছিল ও সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, এদেশকে সন্ত্রাস, খুন, রাহাজানি ও চাঁদাবাজমুক্ত করতে চাই। তেমনি ফটিকছড়িকেও চাঁদাবাজমুক্ত করতে চাই। আমরা সরকারের কাছে বারবার বলছি, পি.আর. পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, ৫ মে শাপলা চত্বরে ও ২৫-২৬ ফেব্রুয়ারির সেনা হত্যার বিচার করতে হবে।

মান্দা (নওগাঁ) : জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মান্দা উপজেলা কোর্ট মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, মাওলানা মোস্তফা আল আমিন, নওগাঁ পৌর জামায়াতের আমীর শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, ইলিয়াস খান, সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, কর্মপরিষদের সদস্য আব্দুল কাইয়ুম, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন ও তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল।

ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর ডুমুরিয়া মডেল মসজিদ চত্বর থেকে জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এড আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন নেতৃত্বে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ এর সামনে গিয়ে শেষ হয়।

বেগমগঞ্জ (চৗমুহনী) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডকুমেন্টারি প্রদর্শনী ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

চৌমুহনীর চৌরাস্তা বাস টার্মিনালে জুলাই বিপ্লবের চেতনায় ধারণকৃত বিভিন্ন ফটো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করে। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী দেখতে আসে। ডকুমেন্টারি প্রদর্শনের পরে শুরু হয় ফ্যাসিস্ট বিদায়ের বিজয়ের আনন্দের গণমিছিল।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : জুলাই-আগস্ট গণঅভ্যুথানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল গণমিছিল করেছে জামায়াত। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সহ-সেক্রেটারি আবদুর রহিম, পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ।

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষ পূতি উপলক্ষে এক গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা কর্মীরা করিমগঞ্জ সরকারী কলেজ মাঠে সমবেত হয়। সেখানে থেকে মিছিলটি বের হয়ে করিমগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন অফিসে সামনে এসে শেষ হয়।মিছিল শেষে সমবেত মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম, উপজেলা সাবেক আমীর অধ্যাপক মাওলানা আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মোঃ নাজিমউদ্দীন সহ স্হানীয় নেতৃবৃন্দ।

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখা ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ (ঢাকা) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায়। ৫ আগস্ট বা ৩৬ জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল বিজয় র্যালী ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা জামায়াতে ইসলামী। দিনটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় কয়েক হাজার নেতাকর্মী বিজয় র্যালীতে অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামাতের নায়েবে আমীর ও ঢাকা-৩ জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহিনুর ইসলাম, ঢাকা-২ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসানসহ নেতৃবৃন্দ।

পরে নেতাকর্মীরা পরে বিজয় রেলি নিয়ে কদমতলী হয়ে চুনকুটিয়া ঘুরে আবার কদমতলী এসে রেলিটি শেষ হয়।

কক্সবাজার : কক্সবাজার শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গণমিছিলটি কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসা গেইট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পাবলিক হল মাঠে সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ। অভূতপূর্ব বিশাল গণমিছিল দেখে শহরের ব্যবসায়ী ও জনসাধারণ দুই হাত নেড়ে অভিবাদন জানান। শহর আমীর জননেতা আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার-৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী। এসময় জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী আরমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, ফ্যাসিস্টদের সকল অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতি নির্বাচনের পূর্বে জনগণের আকাক্সক্ষা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সাধণ করতে হবে।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় ঢাকা সিলেট মহা সড়কের নিউ ঢাকা প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, জেলার সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, নারায়ণগঞ্জ -২ (রূপগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, এড ইসরাফিল হোসাইন, আবদুল মান্নান, ছাত্র নেতা আকরাম হোসাইন প্রমুখ।

সোনারগাঁও : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিউ ঢাকা থেকে শুরু করে কাঁচপুর সেতুতে গিয়ে মিছিলটি শেষ হয়। এর আগে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শাখার আয়োজনে নিউ ঢাকার সামনে সমাবেশ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জের জেলা জামায়াতের আমির আলহাজ্ব মমিনুল হক সরকার।

ঝালকাঠি : ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার জামায়াতে ইসলামীর পৌর আমির মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো: ফরিদুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ঝালকাঠি সদর উপজেলা সেক্রেটারি মো: কাওসার আহমেদ, পৌর সেক্রেটারি মো: শিহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: নেয়ামুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো: মিরাজুল ইসলাম প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে জামায়াতে গণসমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট বিকাল তিনটায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন।

উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় গনসমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মোঃ মিজানুর রহমান,হাটহাজারী পৌরসভা আমির মাহমুদুল করিম উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন, এস এম রাশেদ মো: ইসহাক ও আব্দুল আজিজ খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, ফরহাদাবাদ আমীর প্রমুখ।

শ্যামনগর (সাতক্ষীরা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা এক গণমিছিল ও সমাবেশ করে। শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। এতে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, অধ্যক্ষ মাওলানা অহীদুজ্জামান, চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

চুয়াডাঙ্গা : গণঅভ্যুত্থানের বর্ষিকীতে চুয়াডাঙ্গায় জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের টাউন ফুটবল মিছিল পূর্ব সমাবেশ ও সমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়। টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহীদ আবুল কাশেম সড়ক, শহীদ হাসান চত্বর, পুরাতন হাসপাতাল সড়ক, কোর্ট মোড়, সরকারী কলেজ সড়ক ও কবরী সড়ক প্রদক্ষিণ শেষে আবার টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। গণমিছিলের শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আইকর আইনজীবী মোঃ রুহুল আমিন। বিেিশষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল কাদের ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ।

শরীয়তপুর : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা জামায়াতের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর কামিল মাদরাসা থেকে গণমিছিলটি শুরু করে শহীদ মামুন চত্বর হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান করে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের শরীয়তপুর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমী, ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর-১ আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মোশাররফ হোসেন মাসুদ, জামায়াতের জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কেএম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান,সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম ও জেলার বিভিন্ন সাংগঠনিক থানা শাখার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও জেলার চৌরঙ্গী মোড় শহীদ মামুন চত্বরে জুলাই ছাত্র জনতার অব্যুথানের আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে।

সৈয়দপুর, (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভুত্থ্যনে প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর স্মৃতি অম্লান চত্বর থেকে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক রংপুর, দিনাজপুর অঞ্চল অধ্যাপক মমতাজ উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, কাদিম, জামায়াতে ইসলামী উপজেলা আমীর ও নীলফামারী ৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মওলানা আব্দুল মুনতাকিম, নায়েবে আমীর শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলহাজ¦ মাজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর জামায়াতে ইসলামী আমীর শরফুদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।

নোয়াখালী : নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত গণমাধ্যম কর্মীদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈশাখী টিভির সাংবাদিক লিয়াকত আলী খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।

সম্প্রতি জেলা প্রেস ক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এখন টিভির জেলা সংবাদদাতা এস. এম নাসিম শুভ, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি আহসানুল আলম ভুঁইয়া, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুব আলম, এনটিভির জেলা সংবাদদাতা মাসুদ পারভেজ, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মো. ইউসূফ, এস এ টিভির জেলা সংবাদদাতা আবদুর রহিম বাবু, জাগো নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মঞ্জু, দৈনিক সংগ্রামের নোয়াখালী সদর প্রতিনিধি মাওলানা আবু তাহের।