মাগুরা সংবাদদাতা : ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে সকাল ৮.৪৫ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে আইগনত দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুক্তারুজ্জামান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, মাগুরা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক এ্যাড. শাহেদ হাসান টগরসহ আইনজীবীগণ, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য রর্‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতীয় আইনগত দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, মাগুরা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক এ্যাড. শাহেদ হাসান টগর প্রমুখ।

যশোরে জাতীয় আইনগত

সহায়তা দিবস পালিত

যশোর সংবাদদাতা : জেলা লিগ্যাল এইড কমিটি যশোরের আয়োজনে গত সোমবার আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এসে শেষ হয়।

পরে সকাল ১০টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর যশোরের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা জজ মো. মাইনুল হক, বিশেষ জজ আদালত যশোরের বিজ্ঞ বিশেষ জজ জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম, যশোরের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, যশোর জেলা প্রশাসক ও যশোরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম প্রমুখ।

নড়াইল : দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার।পরে বর্ণাঢ্য র‌্যালী আদালত চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি শারমিন নিগার। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদা খাতুন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাদিউজ্জামান, সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো: আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল ইসলাম,জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, পিপি অ্যাডভোকেট এসএম আব্দুল হক,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সেক্রেটারি নেওয়াজ মাহমুদ তুহিন, লিগ্যাল এইডের আইনজীবী অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, লিগ্যাল এইড থেকে বিনামূল্যে আইনী সহায়তা পাওয়া সাইয়েদ আরা খানম সুইট।

পঞ্চগড় : “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে গত ২৮ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে আদালত চত্বর থেকে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এতে সিনিয়র জেলা ও দায়রা জজ সহ বিচারকগণ, জেলা জজ আদালতের পিপি, জিপি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। পরে জেলা আইনজীবী সমিতি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আইগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব ও আইগত সহায়তা প্রদান কর্মকর্তা সিনিয়র সহকারী জজ লিমেন্ট রায়ের সঞ্চালনায় ও জেলা আইগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলাও দায়রা জজ) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মো. নরুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফী, জিপি আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।

নরসিংদী সংবাদদাতা : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকালে নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর-এর নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারি, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফুল কবীর নয়ন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূইয়া প্রমুখ।