“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” শ্লোগানকে সামনে রেখে রংপুরে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে ভূমিসেবা সম্পর্কিত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। রংপুরের ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপ-মহা পরিদর্শক এবং রংপুর রেঞ্জ ডি আই জি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।