লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে ইকোনো পরিবহনের একটি বাস থেকে পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড দেন।
পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সদর থানা পুলিশের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসের ভেতর গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাঞ্চানগর এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে কামরুল পাটোয়ারী (৩৮)কে এক বছরের কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার মোক্তার হোসেন রনি (২৯)কে সাত দিনের কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়।