রংপুর আিফস : বিশ্ব ডিম দিবস উপলক্ষে সম্প্রতি রংপুরে আলোচনাসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্সএসোসিয়েশন বাংলাদেশ শাখার আয়োজনে “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” শ্লোগানকে সামনে রেখে রংপুরে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শোভাযাত্রা শূরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু ছাইদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজা আক্তার মুন্নীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম, ভেটিরিনারী জেলা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজার রহমান, ডেইরী ফার্মার্স এসোসিয়েশন রংপুর জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী।