কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের কালাই উপজেলা পুনট ইউনিয়নের মোহাইল গ্রামে গত ৩ এপ্রিল বৃহস্পতিবার জমি মাপযোগকে কেন্দ্র করে ওই গ্রামের আওয়ামী লীগের মাতবর আব্দুল ওয়াহেদ তার প্রতিপক্ষের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে দলবল নিয়ে হামলা চালিয়ে আব্দুর রশীদ,শামীম ও তার স্ত্রী জেসমিন আক্তার, শাহারুল ইসলাম (৪২)কে বেধরক মারধর করে। শাহারুল ইসলাম বর্তমানে কালাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রমতে, জমিজমার পরিমাপকে কেন্দ্র করে শাহারুল ইসলামকে পিটিয়েছে। পরে তার স্বজনরা এগিয়ে এসে আওয়ামী লীগের মাতব্বর আব্দুর রশীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে বাঁধে সংঘর্ষ এতে আব্দুর রশীদ গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় শাহারুল ইসলামের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে কালাই থানা অভিযোগ দাখিল করেছে।