চুয়াডাঙ্গা দর্শনা পৌর শহরে বাংলা মদ বিক্রি করার মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের দন্দ্বে মোবারক পাড়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সম্প্রতি দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার ওই যুবদল কর্মীকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে আহত করা হয়।
শহরে উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপ দিনভর শক্তিবৃদ্ধি করে মহড়া দিয়ে চলেছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসিরা জানান ঐদিন সকালেন দিকে দর্শনা মোবারক পাড়ার মোঃ পিয়ার আলির ছেলে যুবদল নেতা মোঃ সাহারুল হক নিজ বাড়ি ঘুমিয়ে ছিল,ঠিক সে সময় দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের যুবদল কর্মি শিমুল, জাবেদ সহ ৮/১০ জন যুবক এসে জোর পুর্বক তুলে নিয়ে বাড়ির উঠানে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
পরে স্হানীয়দের সহযোগীতায় সাহারুলকে উদ্ধার করে স্হানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। রক্ত ক্ষরণের কারনে অবস্হার অবনতি হলে ওইদিন রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
যুবদল নেতা সাহারুল হকের পিতা মোঃ পিয়ার আলি সোমবার সাংবাদিকদের কে জানান পুর্ববর্তি ঘটনার জের ধরে পরারপুর গ্রামের বেশ কয়েকজন যুবদল কর্মি শিমুল,জাবেদের নেতৃত্বে আমার ছেলেকে কুপিয়ে আহত করেছে।
দর্শনা থানার ওসি শহিদ তিতুমির জানান আহতের পিতা মোঃ পিয়ারআলি বাদি হয়ে দর্শনা থানায় মামলা করেছে,বিষয়টি তদস্ত করা হচ্ছে। শহর শান্ত রয়েছে।