নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাই-বোনদের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ফুরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল (৩০)। তারা চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধেরে শনিবার সকাল থেকে তাদের মধ্যে কথাকাটাকাটি চলছিল। এরই জের ধরে দুপুর ১২টার দিকে আউয়াল, তার পুত্র শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়ির টিনের বেড়া ভাংতে আসে। এসময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপন গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুরা মিয়া ও তার ভাই শাকিলসহ ৪জনকে গুরুতর আহত করে। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল মারা যায়। এবং শাকিল ও ফুরা মিয়ার স্ত্রীগণকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে একটার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা ফুরা মিয়া ও শাকিল নামে দুই জনকে মৃত ঘোষণা করি। এবং তাদের স্ত্রীদেরকে চিকিৎসা সেবার জন্য ভর্তি করা হয়েছে। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক কাটা জখম করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। ঘটনার সংগে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।