মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আমঝুপি ফাজিল মাদ্রাসায় হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন আমীর মো. মহাসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাব্বারুল ইসলাম, বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান, সাবেক ইউনিয়ন আমীর আলমগীর হোসেন তানসেন, অনুষ্ঠান পরিচালনা করেন আমঝুপি ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম (মক্ত) বিভিন্ন ওয়ার্ড থেকে ৩ শত জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
মেহেরপুর আমঝুপিতে জামায়াতের ঈদ পুনর্মিলনী
মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
