জনপ্রিয় সামাজিক ও সাংবাদিক সংগঠনের সংগঠক এবং তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভির সিনিয়র নিউজ এডিটর হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর তাকে নিয়োগ দেয় মোহনা টেলিভিশন লিমিটেড কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মুহাম্মদ মোহনা টিভিতে উক্ত পদে যোগদান করে দৈনন্দিন অফিশিয়াল কার্যক্রম পরিচালনা করছেন।
চট্টগ্রামে জন্ম নেয়া মুহাম্মদ আবু আবিদ জনপ্রিয় হয়েছেন সামাজিক কাজের মাধ্যমে। তার হাতে গড়া সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর বর্তমানে চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহনের পর মুহাম্মদ আবু আবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট এর মাধ্যমে লিখেন, "আলহামদুলিল্লাহ ! মোহনা টিভির সিনিয়র নিউজ এডিটর হিসেবে যোগদান করলাম। আপনাদের দোয়া কামনা করছি। শূন্য থেকে শীর্ষে উঠা আমার অভ্যাস। তাই এই পথে চলার প্রতিটি ধাপে আপনাদের দোয়া চাই। মোহনা টিভি হয়ে উঠুক সকলের কণ্ঠস্বর- এটুকুই আমার আন্তরিক কামনা।"
তিনি প্রায় আট বছরের সাংবাদিকতা জীবনে জাতীয় ও আঞ্চলিক- উভয় ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি মিডিয়াভুক্ত ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত প্রতিদিন এর ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারি নিবন্ধিত ক্রাইম রিপোর্টাদের সংগঠন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি-এর মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। মুহাম্মদ আবু আবিদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র। সাংবাদিকতায় তিনি অপরাধ, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতি নিয়ে নির্ভীক রিপোর্টিং করে পরিচিতি পেয়েছেন।
মুহাম্মদ আবু আবিদ এর বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তার জ্বালাময়ী বক্তব্য তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। অন্যায়ের বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান এবং সত্য প্রকাশে আপসহীন মনোভাব তাকে সাধারণ মানুষের কাছেও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাংবাদিকতার মাঠে তিনি শুধু একজন সংবাদকর্মী নন, বরং একজন সাহসী কণ্ঠস্বর, যিনি দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।
তার কলম এবং কণ্ঠ একদিকে যেমন প্রভাবশালীদের অস্বস্তিতে ফেলেছে, অন্যদিকে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে।
বিশেষ করে দেশের উদীয়মান তরুণ সাংবাদিকদের কাছে মুহাম্মদ আবু আবিদ এখন এক অনন্য উদাহরণ ও পথপ্রদর্শক। তার সংগ্রামী জীবন, অদম্য সাহস এবং নিষ্ঠাবান সাংবাদিকতা ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে দিচ্ছে-সত্য কখনো দমে থাকে না, বরং সত্যের পক্ষে দাঁড়ানোই একজন সাংবাদিকের প্রকৃত দায়িত্ব।