ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার সদরের চৌফলদন্ডী নতুনমহাল এলাকায় সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় এক পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, চৌফলদন্ডী নতুনমহাল এলাকায় আকতার কামালের নেতৃত্বে শতাধিক ভাড়াটে সন্ত্রাসী একটি বসতবাড়িতে হামলা চালায়। এসময় প্রবাসী মোহাম্মদ আলমের বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলায় মোহাম্মদ আলম, তার স্ত্রী ও সন্তানসহ চারজন গুরুতর আহত হন।
ভুক্তভোগীরা জানান হামলাকারীরা বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, অভিযুক্ত আকতার কামাল চৌফলদন্ডী নতুনমহাল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবার বিচার চেয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।