কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে ধানের শীষের প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় তৃণমূল বিএনপির ব্যানারে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপিতলা বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি শেষ হয়। এতে কুমারখালী ও খোকসা উপজেলার শত শত নেতা-কর্মী অংশ নেন। অপরদিকে, সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে।

এ বিষয়ে কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না। তাই তৃণমূলের নেতা-কর্মীরা এ সিদ্ধান্তে অসন্তুষ্ট।’

নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবে না। যদি রুমী মনোনয়ন পান, জামায়াত জয়ী হবে। তাই আনছারকে মনোনয়ন দেওয়ার দাবি করা হচ্ছে।’

খোকসা ইউনিয়নের যুবদল নেতা রবিউল ইসলাম বলেন, ‘মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিলে বিপুল ভোটে ধানের শীষের জয় নিশ্চিত হবে, না হলে বিশাল ভরাডুবি হবে।’