গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল
গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মহতী আয়োজনের মধ্য দিয়ে ইফতার ও মরহুম সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ি (জেলা প্রশাসন) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক মহলের বিশিষ্টজনেরা অংশ নেন।
Printed Edition

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মহতী আয়োজনের মধ্য দিয়ে ইফতার ও মরহুম সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ি (জেলা প্রশাসন) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক মহলের বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন-এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম,
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, বিএনটির গাজীপুর সদর মেট্রো থানা সভাপতি অ্যাড. মেহেদী হাসান এলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, হেফাজতে ইসলামের নেতা মুফতি নাছির উদ্দিন সাবেক সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া ও হান্নান মিয়া হান্নু, ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন,সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুলসহ নির্বাহী কমিটির ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসন গাজীপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ রায়হানুল ইসলামসহ জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি পারস্পরিক সম্প্রীতি ও সৌহাদের্যর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।