লালমনিরহাট সদরে পঞ্চগ্রাম ইউনিয়নে চড়া সুদে নেওয়া ঋণের টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ীদের রাতভর নির্যাতনের শিকার হওয়া এক দিনমজুরের ঝুলন্ত লাশ মিলেছে পরদিন সকালে।
নিহত দিনমজুরের নাম ফারুক হোসেন। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় মজিবর গতকাল শুক্রবার রাতে সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার দুই নম্বর আসামী স্বপন কুমারকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও বড়বাড়ি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের কাছ থেকে টাকা নিয়ে পাশের দিনাদলি সুবারবাড়ির গ্রামের এরশাদ হোসেন, সুবাস চন্দ্র ও মুকুল চন্দ্র দাদন ব্যবসা করেন। এর সুদ সবাই ভাগ-বাঁটোয়ারা করে নেন। তাঁদের গ্রামে বসবাস করতেন দিনমজুর ফারুক। অভাবে সংসারে খরচ জোগাতে তিনি এরশাদের কাছ থেকে ৫০ হাজার, সুবাসের কাছ থেকে ২০ হাজার ও মুকুলের কাছ থেকে ৫ হাজার টাকা চড়া সুদে ঋণ নেন। যার অধিকাংশই পরে পরিশোধ করে দেন। এরপরও সুদ-আসলে ২ লাখ টাকা দাবি করে চক্রটি।