দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-০৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক বলেছেন, উন্নয়নের নামে বিগত সরকার আমাদেরকে আষাঢ়ে গল্প শুনিয়েছেন। প্রত্যন্ত জনপদের এখনো নানা জায়গায় বিশাল জনগোষ্ঠীর মানুষ উন্নয়নের মূল স্রোতধারা থেকে বঞ্চিত। অনিয়ম দূর্নীতি ও নানা অব্যবস্থাপনা এবং নির্লজ্জ দলীয়করণের কারণে উন্নয়ন বঞ্চিত হয়েছে মানুষ। যার ফল এখনো মানুষ ভোগ করছে। আগামীর বাংলাদেশে জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কোন মানুষকেই তার অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না। উন্নয়ন বঞ্চিত হতে হবে না তৃণমূলের প্রান্তিক মানুষদের।
গত শুক্রবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়ন ও জায়লস্কর ইউনিয়ন এর সংযোগ স্থলে মহেশপুর কাটাখালি খালের উপর বাশের সাঁকো পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথাগুলো বলেন।
ডা:ফখরুদ্দিন মানিক আরো বলেন, আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখবো এবং উন্নয়নের ক্ষেত্র তৈরি করবো, ইনশাল্লাহ। আমরা গণমানুষের জন্য কাজ করবো। কোন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি থাকবে না। এজন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার কোন বিকল্প কিছুই নাই।
এ সময় উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ ফেনী জেলা সেক্রেটারি ফখরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম ,মাতুভূইয়া ইউনিয়ন জামাতের আমির ও সাবেক ইউপি সদস্য মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জামায়াত নেতা জানে আলম লিটন , আবু মুসা, আফসার উদ্দিন প্রমুখ।