জৈন্তাপুর সংবাদদাতা : জাফলং থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বেশ কয়েকটি বাসে তল্লাশি চালিয়ে ১৮২ পিস ভারতীয় কম্বল আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সম্প্রতি জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ উছমান গনির নেতৃত্বে পর্যটকবাহী বাস তল্লাশি করা হয়। এসময় বেশ কয়েকটি গাড়ী থেকে ১৮২ পিস ভারতীয় কম্বল আটক করা হয়। এসময় ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার সাম্বুদিয়া গ্রামের পেশকার আলী বেপারীর ছেলে জাকির হোসেন (৪৫) ও গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ গ্রামের মানিক মিয়ার ছেলে রবিন মাহমুদ (২৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।