নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাঁধের পাড়ে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মানবিক সহায়তা হিসেবে সোমবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেসুর রহমান মাস্টার। তিনি বলেন, “আমরা আপনাদের ভাই হিসেবে কিছু উপহার নিয়ে এসেছি। এটা সহানুভূতির নিদর্শন, অনুগ্রহ করে কোনো কষ্ট হিসেবে নেবেন না।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান মাওলানা তোজাম্মেল হকসহ ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
উপজেলা জামায়াতের এ মানবিক উদ্যোগে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।