জয়পুরহাট জেলা সংবাদদাতা : বাংলাাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল তার নির্বাচনী এলাকার জয়পুরহাট পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডভিত্তিক নির্বাচনী সভা সমাবেশ, উঠান বৈঠক, পোলিং এজেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

বাংলাাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার ২ ওয়ার্ডে খজনপুরে নির্বাচনী সভায় ওয়ার্ড সভাপতি মাও: হাসান আলীর সভাপতিত্বে বক্তব্য জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, সেক্রেটারি মাও: মিজানুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা প্রমুখ।

জয়পুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কার্যালয়ে ভোট কেন্দ্রের এজেন্টদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মাও: রফিকুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল। বিশেষ অতিথি’র বক্তব্য দেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, সেক্রেটারি মাও: মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ওয়ার্ড বাইতুল মাল সেক্রেটারী আব্দুল লতিফ প্রমুখ।

অপরদিকে সদর উপজেলার জামালপুল ইউনিয়নে উদ্যোগে বিশাল নির্বাচনি সমাবেশ ও মোটরসাইকেল শো’ডাউন করে জামায়াত নেতাকর্মী সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার দাঁড়িপাল্লা মার্কার সমর্থকরা। ইউনিয়ন আমীর মুফতী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ বলেন, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামই একমাত্র পারে। সুন্দর সোনার বাংলাদেশ গড়তে সুদ ঘুষ দূর্নীতিমুক্ত উন্নত রাষ্ট্র গঠনে জামায়াত কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি। এজন্য আগামী নির্বাচনের মাধ্যমে সুন্দর, মানবিক, আধুনিক নতুন বাংলাদেশ গড়তে সকলকে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান।