ভোলা সংবাদদাতা : ভোলায় রুকন (সদস্য) শিক্ষা শিবির ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডা এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন: ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না, ত্যাগ-কোরবানি ব্যতীত সাফল্য আসবে না, পৃথিবীর কোন বিপ্লবের সফলতা ত্যাগ ব্যতীত সম্ভব হয়নি, ত্যাগ স্বীকার ব্যতীত ইসলামী বিপ্লব সম্ভব নয়, ত্যাগ শিকার ব্যতীত জান্নাতও অর্জন করা যাবেনা। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ভোগ-বিলাস, আরাম-আয়েশকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে, ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ত্যাগ শিকার ও জান মালের কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে।

গত (১৯ এপ্রিল) সকাল ৮ ঘটিকায় ভোলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ভোলা জেলা আমীর মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপিিতত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার (রোকন) সদস্যদের নিয়ে শিক্ষা শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়।

সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি, দক্ষ ও সুনাগরিক গড়ার লক্ষ্যে শিক্ষা শিবির ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক বরিশাল অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমির বরিশাল মহানগরী।

সাদুল্লাপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাওয়াতী গণসংযোগ চলমান রয়েছে। কেন্দ্র ঘোষিত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল দাওয়াতী গণসংযোগ বাস্তবায়নে উপজেলার ১১টি ইউনিয়নের দায়িত্বশীলারা দাওয়াতী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমন দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে জানান, সাদুল্লাপুর উপজেলার ১১ টি ইউনিয়ন রসুলপুর, নলডাঙ্গা, দামোদুরপুর, জামালপুর, ফরিদপুর, ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম, বনগ্রাম,কামারপাড়া, খোর্দ্দকোমরপুরসহ সকল ইউনিয়নে পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ভাই ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে দাওয়াতী গণসংযোগ অব্যাহত রেখেছেন। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের টিম সদস্যরা ওয়ার্ড কমিটির সদস্যদের সাথে নিয়ে গ্রুপ করে করে।

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতের বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৯ এপ্রিল) সকাল ৬টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলমডাঙ্গা শহরের জিস কমিউনিটি সেন্টােের টাওয়ারের তৃতীয় তলায় এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামাতের আমীর শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এ. কে. এম. আলী মুহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান। আলোচক ছিলেন মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দীন খান, জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি বিলাল হুসাইন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সম্পাদক দারুস সালাম ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। উপস্থাপনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর-২ পলাশ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন গতকাল পলাশ নির্বাচনী এলাকার ডাংগা ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় সহস্রাধীক লোকের এক বিশাল বহর নিয়ে পলাশ বাজার ওয়াপদা গেইট, কলেজ রোড এবং নতুন বাজার সহ বিভিন্ন অলিগলিতে ব্যবস্বায়ী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করছেন।

এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন মানুষের সারা পাচ্ছি আশানুরূপ তবে সবাই বলছেন একই কথা আমরা পরিবর্তন চাই এবং সব দলের দেখা শেষ এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

চাঁদপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের জামায়াতে ইসলামী চাঁদপুর-২ নির্বাচনী এলাকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল শনিবার সকাল ৮ টায় মতলব উত্তর উপজেলার ওটারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডাঃ আবদুল মোবিন এর বাস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন কমিটির বৈঠকে নির্বাচন পরিচালনা পর্ষদ এর আহবায়ক মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য-সচীব মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর দেওয়ান আবুল বাশার এর পরিচালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের জাতীয় সংসদ নির্বাচনী এলাকার পরিচালক কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুস সাত্তার, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এবং ডাঃ আবদুল মোবিন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, মতলব পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, মতলব পৌরসভা যুব জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সাংবাদিক এ এম ইদ্রিস খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ শরীফ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, শ্রমিক নেতা ও ইসলামি ছাত্র শিবির মতলব দক্ষিণ -উত্তর সভাপতিসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।

গোপালপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা গোপালপুর উপজেলার পৌরসভায় দাওয়াতি গণসংযোগ পক্ষ পালিত হয়েছে। এ গণসংযোগ পক্ষে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও টাংগাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) জামায়াতের মনোনিত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

এ সময় তার সাথে ছিলেন উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ উবাইদুল্লাহ, উপজেলার এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ আব্দুল মান্নান, ওলামা পরিষধের মাওলানা মোস্তফা কামাল, শিবির সভাপতি নাঈম প্রমূখ। এছারাও উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।