ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানীতে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদরে ইন্দুরকানী এফ করিম আলিম মাদরাসার উদ্যোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাদরাসার এডহক কমিটির সভাপতি ও পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মো. গোলাম সরোয়ার হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক মো. অহেদুল হক তালুকদার, আরবি প্রভাষক মো. মাহবুবুর রহমান প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল হক। এছাড়াও সভাপতি মোহাম্মদ জহিরুল হক ৫২তম জাতীয় স্কুল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়ার শিক্ষার্থীদের মাঝে মাদরাসার জার্সি বিতরণ করেন।