স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর বাদ জুমা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কাপাসিয়ার তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড, ডাকবাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, মুক্তিযোদ্ধা চত্বর ও থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাদির হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে খুনিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিল শুরুর আগে তাজউদ্দিন আহমেদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন একজন আপসহীন দেশপ্রেমিক ও জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা। তাঁর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাপাসিয়া শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম সরকার, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক নির্ভীক কণ্ঠস্বর। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী অবস্থান কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। তারা বলেন, জীবিত হাদির চেয়েও শহীদ হাদি আজ আন্দোলনের জন্য আরও শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান।