মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সভা-সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো এ সংক্রান্ত খবর :

রংপুর : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, রমযানের পবিত্রতা রক্ষা এবং মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবীতে শুক্রবার রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বাদ জুম্মা স্থানীয় সদর হাসপাতাল মসজিদের সম্মুখ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রংপুর সিটি কর্পোরেশন, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ডহোটেল মোড় হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। এ সময় জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী ও আল আমীন হাসান সহ মহানগরীর নেতা কর্মীবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সংবাদাতা : সাতক্ষীরা শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে নিউমার্কেট, খুলনারোড মোড় হয়ে আমতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সাথে তারা রমযানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। র‌্যালি থেকে রমযানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সাবেক সভাপতি এড. আবু তালৈব, শহর সেক্রেটারি মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গোবিন্দগঞ্জ : এ উপলক্ষে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও গোবিন্দগঞ্জের জননেতা প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার ও অন্যান্যরা।

হোসেনপুর (কিশোরগঞ্জ) : এ উপলক্ষে হোসেনপুর দাখিল মাদরাসার মাঠ থেকে এক বিরাট মিছিল বের করা হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের হোসেনপুর উপজেলা আমীর মোঃ আমিনুল হক, উপজেলা নায়বে আমীর ও হোসেনপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক এ ডি এম মহিবুল্লাহ, জামায়াতের সেক্রেটারি মোঃ আজাহারুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ রহমত আলী, জিনারী ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ মনজুরুল হক বিএসসি, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ ওমর ফারুক, ছাত্রশিবিরে সভাপতি মোঃ আশিকুর রহমান প্রমুখ।

মতলব

এ উপলক্ষে মিছিলটি ছেংগারচর পৌরসভার থেকে বের হয়ে ছেংগারচর বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা স্টেশনে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জননেতা ডাক্তার আব্দুল মোবিন। উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ দেওয়ান আবুল বাশার, ছেংগারচর পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলমসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

নাগরপুর (টাংগাইল) : এ উপলক্ষে মিছিলটি দেলদুয়ার উত্তর পাড়া গোল চত্তর থেকে শুরু করে দেলদুয়ার বাজারে এসে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলটি নেত্বত্বে দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল মোমিন ও সেক্রেটারি আব্দুর রহমান।

হরিরামপুর (মানিকগঞ্জ) : এ উপলক্ষে মানিকগঞ্জ কোর্ট মসজিদের ২য় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউ-েশনর উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা। ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ও নয়া দিগন্তের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শাহানুর ইসলাম, মুফতি মোঃ সালাহউদ্দিন, কোর্ট মসজিদের খতিব ও জেলা ঈমাম-মুয়াজ্জিম কল্যাণ সমিতির সভাপতি মুফতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আতিকুল মামুন,এনডিসি মোঃ আহসানুল হক,ডাঃ মোঃ রতন পারভেজ প্রমুখ।

তিতাস (কুমিল্লা)

এ উপলক্ষে মিছিল গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারের ব্রিজের ওপর গিয়ে সংক্ষিপ্ত পথসভা করা হয়।

পথসভায় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার কার্যকরী সদস্য ও দাউদকান্দি উপজেলার আমীর মোঃ মনিরুজ্জামান বাহালুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলার সেক্রেটারি সালাউদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী, মোঃ ওসমান গনি ও সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সন্দ্বীপ : এ উপলক্ষে জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে রমযান মাসকে স্বাগত জানিয়ে ও এর পবিত্রতা রক্ষার্থে এক স্বাগত মিছিল সন্দ্বীপের এনাম নাহার মোড় হতে উপজেলা কমপ্লেক্স গেইটে এসে শেষ হয়।

এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন-সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আলাউদ্দীন সিকদার। আরো বক্তব্য রাখেন-সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ আবু তাহের।

হরিনাকুন্ডু

এ উপলক্ষে র‌্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ঝিনাইদহের জননেতা অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, জামায়াতে ইসলামী হরিনাকুন্ডু উপজেলা শাখার আমীর হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হোসেন, সেক্রেটারি ইদ্রিস আলী, সহসেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসাইন, নায়েবে আমীর কুতুব উদ্দিন, পৌর আমের মোঃ শফি উদ্দিন, র‌্যালিতে অংশগ্রহণ করেন, এছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে ইউনিয়ন আমীর ও সেক্রেটারি র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সলঙ্গা (সিরাজগঞ্জ)

সলঙ্গা কেন্দ্রিয় জামে মসজিদ হতে স্বাগত র‌্যালি বের করে সলঙ্গা থানা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। শেষে সলঙ্গা ডাক বাংলো মোড়ে এসে সমবেত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহিদ, মাওলানা আক্দুর রহমান, শফিউল আলমসহ অনেকে।

কলারোয়া (সাতক্ষীরা)

এ উপলক্ষে কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কলারোয়া কেন্দ্রীয় জামেমসজিদ চত্বর থেকে শুরু হয়। কলারোয়া পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস ও পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।

নাগরপুর (টাংগাইল)

এ উপলক্ষে মিছিলটি সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে বের হয়ে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নেত্বত্বে দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

শাহরাস্তি

এ উপলক্ষে শাহরাস্তি পৌরসভা ভবনের সম্মুখে গুলাচি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে কালিবাড়ী পেরিয়ে ঠাকুর বাজারের মধ্যখানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাইনউদ্দিনের পরিচালনায় মিছিল শেষে বক্তব্য দেন জেলা মজলিশে শূরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল ও পৌরসভা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মাকবুল হোসাইন, মোঃ শাহ আলম ভূঁইয়া, আবদুল আউয়াল, মাওলানা মাছুম বিল্লাহ, মোঃ সালাউদ্দিন, মাওলানা জালাল হোসাইন, মোঃ জাকির হোসেন, মাওলানা সাব্বির আহমেদ উসমানী, মোঃ আবুল বাসার, মাওলানা আমিনুল ইসলাম, পৌর নায়েবে আমীর মোঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, হাফেজ মনির হোসেন, মোঃ ইকবাল হোসাইন, মাওলানা মাহফুজুর রহমান, তারেক আজাদ, জিহাদুল ইসলাম শামীম, হাফেজ শাহজালাল সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুর

এ উপলক্ষে জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসার এর পরিচালনায়

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এ্যডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা সহকারী সেক্রেটারি এ্যডভোকেট সুলতান মাহমুদ, জেলা প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন।

আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি হাফেজ মেছবাহুল কাইউম, হাফিজুর রহমান লিটন, ১০ নং ওয়ার্ড সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বোয়ালমারী

এ উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ের পাশে এসে সংক্ষিপ্ত সমাবক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শূরা সদস্য হাফেজ মাওলানা বিলাল হোসাইন, বোয়ালমারী উপজেলার সেক্রেটারি মোঃ কামাল হোসেন, পৌর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, আবু নাছির মোল্যা, পৌর সেক্রেটারি হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীসহ অনেক নেতৃবৃন্দ।