নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) ও রাহাত (২২) নামে দুইজন নিহত হয়েছে। সম্প্রতি সকালে উপজেলার নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত রাহাত একই এলাকার রবিউল্লাহর ছেলে বলে জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ও স্থানীয়র জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নজরপুর গ্রামে আলোচিত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যান্ডের পর থেকেই রুবেল গ্রুপ এবং বাছেদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে ঘটনা স্থলেই রুবেল গ্রুপের সাইফুল ইসলামকে গুলী করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এসময় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত রাহাত (২২) নামে অপর যুবককে গুরুত্বর অব¯’ায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা¯’লে একজন নিহত হয়েছে। পরে লোকমুখে জানতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। তবে এখনো নিশ্চিত হতে পারিনি। লাশ ফেরত এলে নিশ্চিত হতে পারবো। গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।