ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবো উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত এবং ১১ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার বেলাবো উপজেলায় চর বেলাব ও বেলাবো গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ও নরসিংদীর অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সাইফুল ইসলাম (২৬) চর বেলাবো গ্রামের জীবন মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত বুধবার বিকেলে বেলাবো ও চর বেলাবো গ্রামের মধ্যে স্থানীয় হোসেন আলী কলেজে মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালিন সময়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে চরবেলাব এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এসময় দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়ায়। এসময় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নামে ১ জন নিহত হয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু দুই পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলীবর্ষণ করেন। দুই পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্য সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরে নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলাবো থানার অফিসার্স ইনচার্জ মীর মাহাবুবুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ১১ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি।
বেলাবো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মঞ্জুর মুশফিকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত ও একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।