চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁদপুর কাদেরিয়া হোসাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইকবাল ২০২৬ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে মাদ্রাসা বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নানামুখী প্রতিকুলতা মাড়িয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যাপক অবদান রাখার কারণে মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটি তাঁকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেছেন। বিগত ২০২৪ খ্রিস্টাব্দেও জেলা পর্যায়ে তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে তিনি চাঁদপুর কাদেরিয়া হোসাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র আলিম মাদ্রাসায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে তিনি শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে একাধিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধি ও প্রতিষ্ঠানের সার্বিক ফলাফলের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। যোগ্যতা ও দক্ষতা নির্ভর শিক্ষাকে তিনি অগ্রাধিকার প্রদান করেন। মোহাম্মদ জাফর ইকবাল ১৯৮৪ সালে চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতা মরহুম মোহাম্মদ আবদুল বাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সফল প্রধান শিক্ষক ছিলেন। তাঁর রত্মগর্ভা মাতা মিসেস জাহানারা বেগম একজন সুগৃহিণী ও একজন জনপ্রিয় কুরআন প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
বাঁশখালীর শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন জাফর ইকবাল
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁদপুর কাদেরিয়া হোসাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইকবাল