কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির এমপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে তৃণমূল বিএনপির নেতা কর্মীরা।

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি এবং কুমারখালী পৌরসভার চার বারের সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিককে মনোনয়ন দেয়ার জন্য ২১ নভেম্বর শুক্রবার সন্ধায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে তারা এই মশাল মিছিল ও বিক্ষোভ করে তারা।

মিছিলটি শহরের কাজীপাড়া মোড় থেকে শুরু হয়ে বাসষ্ট্যান্ড, পৌর বাস টার্মিনাল প্রদক্ষিন শেষে সরকারী কলেজ ঘুরে শহরে প্রবেশ করে। শেষে হলবাজার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অন্যদিকে আন্দোলনকারী নেতাকর্মীরা বলেন, “দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থাকা, তৃণমূলকে সংগঠিত রাখা এবং নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিকই এই আসনের প্রকৃত যোগ্য প্রার্থী। জনগণ তাঁকেই বিশ্বাস করে, তাঁকেই চায়।”

বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্পষ্টভাবে জানান— এলাকার মানুষ ও তৃণমূল বিএনপির প্রত্যাশা পূরণে জনপ্রিয় জননেতা আলহাজ্ব নূরুল ইসলাম আনসার প্রামানিকের মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরি। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এ দাবিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।