DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

আবদুল্লাহ আল নোমানের ইন্তিকালে জামায়াতের শোক

মরহুম আবদুল্লাহ আল নোমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম ব্যুরো
Printed Edition

মরহুম আবদুল্লাহ আল নোমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

নেতৃবৃন্দ বলেন, মরহুম আবদুল্লাহ আল নোমান রাজনৈতিক অঙ্গনে একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি মহান আল্লাহ যেন আবদুল্লাহ আল নোমানকে বেহেস্ত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্যধারণের তৌফিক দান করেন।

শ্রমিক কল্যাণের শোক : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ইন্তিকালে শোক জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক শোকবিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। জাতীয় রাজনীতিতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও তিনি শ্রমিক অঙ্গনে ভূমিকা রেখেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের ইন্তিকালে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে শোক জ্ঞাপন করছি। মরহুমের পরিবার, সহকর্মী ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।