মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আবারও ৭১ জন বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন ও শ্রীমঙ্গলের জাম্বুরা সীমান্ত দিয়ে ২৩ বাংলাদেশিকে পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে। বিজিবি ৫২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশইন করে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় মোট ৪৬৩ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে বড়লেখা অঞ্চল থেকেই আটক হয়েছে ৩৪১ জন। বিজিবি জানিয়েছে আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।

রামগতিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্টনায় সামিয়া আক্তার শান্তা নামে স্কুল ছাত্রী বলি ট্রাকের নিছে ছাপা পড়ে নিহত হয়েছে। শান্তা মালেক মোল্লা উচ্চ বিদ্যালয় (আজাদ নগর) ৮ম শ্রেনীর ছাত্রী সে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলী হোসেনের একমাত্র মেয়ে। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আলেকজান্ডার - সোনাপুর আজাদ নগর ব্রীজ এলাকায় সামনের দিক থেকে আসা বালি ভর্তি বলি ট্রাকের নিছে ছাপা পড়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রীর পিতা মোঃ আলী হোসেন চর পোড়াগাছা ইউনিয়ন ৯ নম্বর ওয়াড়র্ের বাসীন্দা।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন জানান, সামিয়া আক্তার শান্তা তার স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী ক্লাসে তার রোল নম্বর ছিল ১(এক) অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার পথে দুপুর ১.৩০ মিনিটে ব্রীজের নিকট একটি বলি ট্রাক তাকে ছাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান ঘটনা শুনেছি ঘটনাস্থল থেকে বলিট্রাক জব্দ করে থানায় নিয়ে আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।