ঠাকুরগাঁও সংবাদদাতা : শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষে ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

প্রেসক্লাবে আন্দোলনে অবস্থানরত শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা ও কেন্দ্রীয় নির্দেশনায় সম্প্রতি থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

জানা যায়, সারাদেশের শিক্ষকরা সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ২০% বাড়িভাড়া ভাতা, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার জন্য পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে প্রথম দিনে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলার প্রায় একাধিক শিক্ষক। সেখানে অংশগ্রহণরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনা ঘটে।

নাগরপুর (টাঙ্গাইল) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে না গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষকরা দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান, শিক্ষক সমাজের ওপর একের পর এক হামলা ও অবমূল্যায়নের প্রতিবাদ এবং দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনই এখন তাদের একমাত্র পথ।

রাজৈর (মাদারীপুর) : ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে রাজৈর উপজেলার এমপিও ভুক্ত শিক্ষকেরা আজ সোমবার কর্মবিরতি পালন করেছেন। উপজেলার এমপিও ভুক্ত সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ কর্মবিরতি পালন করা হয়। শিক্ষকেরা জানান, আমাদের ৩ দফা দাবি পূরণ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। ছাত্র-ছাত্রীরা জানান, আমাদের শিক্ষকের উপর হামলার বিচার চাই।

চান্দিনা (কুমিল্লা) : মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশ ব্যাপি কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায়ও কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সম্প্রতি উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন তারা।

জানা যায়- সরকারের ঘোষিত বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করে আসছেন। এই আন্দোলনে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি ও সারাদেশে কর্মবিরতি পালনের ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দরা। এরই ধারাবাহিকতায় চান্দিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই কর্মসূচি পালন করা হয়।

আমতলী (বরগুনা) সংবাদদাতা : ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাড়ার দাবির আন্দোলনে ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে আমতলী উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯টি মাদ্রাসা ও ৮টি কলেজে কর্মবিরতি পালন করছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান বিরতি রেখেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যহত রাখছেন বলে জানান আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুল আলম। শিক্ষকরা কর্মবিরতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

সাভার সংবাদদাতা: সম্প্রতি রাজধানীর ঢাকা প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যৌক্তিক ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’সহ বিভিন্ন শিক্ষক সংগঠন সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেয়।

সে অনুযায়ী সাভারের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মবিরতি পালন করেন শিক্ষক ও কর্মচারীরা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে এবং কর্মচারীরা নিয়মিত প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত ছিলেন।

লালমনিরহাট সংবাদদাতা : শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫ শত টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির করার দাবিতে এবং শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে লালমনিরহাটে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি লালমনিরহাট মিশন মোড়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে লালমনিরহাট জেলার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।