নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় পূর্বধলা উপজেলা সদরের রাজধলা মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও সহকারী অধ্যাপক মাসুম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল।
উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ও জেলা বিজ্ঞানবিষয়ক সম্পাদক ওমর ফারুক সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুম মোস্তফা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে এমন একটি আধুনিক ও ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে, যেখানে দেশের প্রতিটি মুসলিম শিক্ষার্থী সহীহভাবে কুরআন শেখার সুযোগ পাবে। এজন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করা জরুরি। এ লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা যেভাবে আন্তরিকভাবে কাজ করছে—তা সত্যিই প্রশংসনীয়।”
এ সময় আরও বক্তব্য রাখেন ধারা দাখিল মাদরাসার সুপার হাবিবুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ইমরুল হাসান।
বক্তারা বলেন, নৈতিক মূল্যবোধ ও ইসলামী চর্চার মাধ্যমে তরুণ সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রায় ২০০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।