রাজশাহী মহানগরীতে পুনরায় করোনা দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষা করে ৮০ শতাংশ রোগীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে বলে জানা গেছে।
রামেক সূত্র মতে, ১৫ জন রোগীর করোনা পরীক্ষা করে ৯ জন রোগীর পজেটিভ পাওয়া গেছে। অধিকাংশ রোগী হালকা জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পরীক্ষা করানো হলে ৯ জনের পজিটিভ রেজাল্ট আসে। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসক বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।