গ্রাম-গঞ্জ-শহর
৫ বছরে কিডস ক্রিয়েশন টিভি
৫ম বর্ষে পা রাখলো ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি। গতকাল শনিবার রাজধানীর মহাখালীস্থ রাওয়া কনভেনশন হলে এ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Printed Edition
৫ম বর্ষে পা রাখলো ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি। গতকাল শনিবার রাজধানীর মহাখালীস্থ রাওয়া কনভেনশন হলে এ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, আজকের ছোট্ট সোনামনিরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে যেমন জুলাই অভ্যুত্থানে আমাদের ছেলে-মেয়েরাই কিন্তু মূল ভূমিকায় ছিল। কিডস ক্রিয়েশন টিভির মিশন ও ভিশন তাই খুবই যথার্থ এবং তারা সে লক্ষে কাজ করে যাচ্ছে। অতিথিবৃন্দ কিডস ক্রিয়েশন টিভির আরো সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
সভাপতিত্ব করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী ও সংবাদপাঠক শরীফ বায়জীদ মাহমুদ। গেস্ট অব অনার ছিলেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল অব. আব্দুল হক, বিএএফ শাহীন কলেজ এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নিয়াজ রহিম, ইসলামী স্কলার ড. মোহাম্মদ মতিউল ইসলাম, ড. মীর মনজুর মাহমুদ ও শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জিটিভির ডিএমডি জনাব আবুল হাসান, সাওয়াব এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, বিসিএর সভাপতি সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, প্যানভিশন টিভির প্রধান নির্বাহী মাহবুব মুকুল, সসাস সম্পাদক হাফেজ আবু মুসা প্রমুখ । অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কিডস ক্রিয়েশন টিভির হেড অব প্রোগ্রাম আহসান হাবীব খান। আরো উপস্থিত ছিলেন খুদে আইকন সুবহা সাফায়েত সিজদাহ। জনপ্রিয় সব শিশুশিল্পী জাহিন ইকবাল, আহনাফ আদিল শাফী, নুসাইবা জাহান নিসা, মাহজুবা মুহান্নী ইজাফা, খুদে উপস্থাপক সামিহা জামান, সামিন হাসান, শাফিন হাসান, তাসনীম ফারহান মাহীর, ফাতিন ইশরাক মাহিরা ও মুমতাহিনা বিনতে আমিন ও তাদের সম্মানিত অভিভাবকমন্ডলী। তেলাওয়াত করে জনপ্রিয় শিশুশিল্পী রাইয়ান রহমান। মজার মজার পরিবেশনা, ইফতার, উপহার সামগ্রী বিতরণ ও দোয়ার মাধ্যমে শেষ হয় ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রডকাস্ট প্রধান হাবিবুল্লাহ শিকদার, প্রযোজক মাজেদুর হাসু, মিরাদুল মুনীম, অ্যাকাউন্টস অফিসার হাবীবুর রহমান শামীম, থ্রিডি ইনচার্জ মিজানুর রহমান, আইটি ইনচার্জ ইউনুস ফারাবী এবং কিডস পরিবারের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।